যাত্রা শুরু হল নয়া ব্র্যান্ড ‘বঙ্গালি’র

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার বিবি রাসেলের প্রশিক্ষণে লিলুয়া হোমের আবাসিকদের তৈরি পোশাক ও সজ্জাসম্ভারই ‘বঙ্গালি ’ ব্র্যান্ডের আওতায় দেশবিদেশের বাজারে বিপণন করতে চায় রাজ্য সরকার৷ এই ব্র্যান্ডটির লোগো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে এঁকেছেন।

রাজ্য সরকারের আহ্বানে লিলুয়া হোমের ৫০ জন আবাসিককে পোশাক বানানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন বিবি রাসেল৷ প্রথমে একটু জড়তা থাকলেও পরে সব কেটে যায়। তবে শুধু পোশাক বানানো নয় বিবি রাসেলের কাছে এই আবাসিকরা সাদামাটা জিনিসপত্র দিয়ে নানা ধরনের গয়না বানানোর কাজটিও শিখেছেও৷

ইতিমধ্যেই বিবি রাসেলের দুনিয়া কাঁপানো গামছার ফ্যাশনের সজ্জায় উত্তীর্ণের র‍্যাম্প আলোকিত করেছে লিলুয়া হোম কন্যারা৷

– মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*