অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্ব পেলেন সুরেশ প্রভু

Spread the love

অসামরিক উড়ান মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে শনিবার তাঁকে ওই দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সম্প্রতি কেন্দ্রের এনডিএ সরকার থেকে বেরিয়ে আসেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির দুই মন্ত্রী। তাঁদের মধ্যে অশোক গজপতি রাজুর দায়িত্বে থাকা অসামরিক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বই তুলে দেওয়া হল সুরেশ প্রভুর হাতে।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর রেলমন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন সুরেশ প্রভু। পরে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর তাঁর জায়গায় আনা হয় পীযূষ গোয়েলকে। আবার প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পান নির্মলা সীতারমন। তখন সুরেশ প্রভুকে দেওয়া হয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব। ২০০০ সালের সেপ্টেম্বর থেকে ২০০২-এর অগাস্ট পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্বে ছিলেন সুরেশ প্রভু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*