রাজীব গান্ধী হত্যা প্রসঙ্গে মুখ খুললেন রাহুল

Spread the love

বাবার খুনিকে আমি আর প্রিয়াঙ্কা ক্ষমা করে দিয়েছি। ১৯৯১ সালের রাজীব গান্ধীর হত্যার বিষয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উল্লেখ্য, সিঙ্গাপুরে আইআইএমের প্রাক্তনীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজীব গান্ধী হত্যার প্রসঙ্গ তুলে রাহুল জানান, বাবার হত্যা আমরা মেনে নিতে পারিনি৷ বাবার হত্যায় গভীর প্রভাব ফেলেছে আমাদের জীবনে৷ দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমরা মন্তব্য করার মতো অবস্থাতেই ছিলাম না৷ রাগ, ক্ষোভে মনের ভিতরটা ফেটে পড়েছিল৷ কিন্তু গত কয়েক বছরে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে৷ আমি আর প্রিয়াঙ্কা বাবার হত্যাকারীদের একেবারে ক্ষমা করে দিয়েছি৷

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে নির্বাচনী জনসভায় এলটিটিই-র এক মহিলা আত্মঘাতী জঙ্গি রাজীব গান্ধীকে হত্যা করেন। রাহুলের কথায়, এইরকম ঘটনা শক্তি ও সংশয়ের সংঘাতের ফলে ঘটে। এলটিটিই-এর প্রধান প্রভাকরণকে যখন টিভিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম, আমার দু’টি অনুভূতি হয়েছিল। প্রথমে মনে হয়েছিল, তাঁকে কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? এরপর তাঁর ও তাঁর সন্তানদের জন্য খারাপ লেগেছিল। আমিও তো সদ্য আমার বাবাকে হারিয়েছিলাম৷ তাঁর সন্তানের প্রতিও একই রকম মনে হয়েছিল আমার।

এদিন রাহুল আরও জানান, আমার ঠাকুমাকে হত্যা করা হয়৷ আমার বাবাকেও হত্যা করা হয়। এখন মনে হয় সারাদিন বডিগার্ড নিয়ে ঘুরলেও কোনও সুবিধা পাওয়া যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*