আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষার্থীর সংখ্যা হলো ১১ লাখ ২ হাজার ৯২১ জন।
ইতিমধ্যে স্যোশাল মিডিয়ার বিভিন্ন জায়গায় তাদের আগাম শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পরীক্ষার্থীদের শুভকামনা জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি ছাত্রছাত্রীদের নিজেদের উপর অটুট আস্থা ও আত্মবিশ্বাস রাখার আবেদনও রাখেন।
এতদিন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ও নেপালি মোট এই ৫টি ভাষা, মাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। এবছর এরসঙ্গেই যোগ হচ্ছে সাঁওতালি ভাষাতেও মাধ্যমিক পরীক্ষা। ৩৭টি স্কুলের মোট ৮৩২ জন পরীক্ষার্থী অলচিকি লিপিতে এবছর পরীক্ষা দেবে।
Be the first to comment