সুভাষ মজুমদার –
পাশের বাড়ির একটি পিয়ারা গাছ, আর গাছটির নাম সেই বাড়ির কর্তার নাম দিয়ে। আর এই গাছটি দীর্ঘ দিন ধরে দেখে আসছেন তারক বাবু, পাশের বাড়ির নাতি বলেন দাদুর নামে গাছ তাই এটাকে কোনো দিনও কাটবো না। তারক বাবুর মাথায় এলো নতুন চিন্তা, সত্যিই তো! কারোর নাম দিয়ে যদি প্রত্যেকটি মানুষ একটি করে গাছ লাগান তাহলে সেই গাছ কেউই কাটবেনা বরং স্মৃতি হিসাবে গাছগুলি বেঁচে থাকবে যুগ যুগ ধরে। সবুজ ভারত গড়ার লক্ষ্যে গাছ বাঁচানোর অভিনব চিন্তা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার উদ্দ্যেশে নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়লেন উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা তারক চন্দ্র পাল। সতেরো সালের দশই জুলাই কাঁচড়াপাড়া থেকে শুরু সাইকেলিং। উত্তর ভারতের সবকটি রাজ্য কভার করে পশ্চিম ভারত কভার করছেন। ইংলিশে এমে পাশ করার পর শুরু করেছিলেন টিউশন, আত্মীয় স্বজন বলতে কেউই নেই। বেশ কয়েক বছর টিউশন করার পর জমানো টাকা নিয়ে বেরিয়ে পড়লেন সবুজ ভারত গড়ার লক্ষ্যে। ইতিমধ্যে বারোটি রাজ্য কভার করে এখন পশ্চিম বাংলায়। বাংলার ছেলে তাই বাংলাতেই এই প্রচার বেশি করতে চান। মূলত স্কুল ও কলেজ গুলোতেই বেশি করে ক্যাম্পেনিং করছেন। তিন দিন আগেই হুগলির তারকেশ্বরে পা রেখে বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পেনিং করেন।
আজ তারকেশ্বর গ্রামীন হাসপাতালের সামনেও ক্যাম্পেনিং করেন। আর্থিক ভাবে কিছুটা সম্যসা থাকলেও, চালিয়ে যাচ্ছেন প্রচার।
সরকারি ভাবে কোনো সহযোগিতা না আসলেও স্কুল কলেজ থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। প্রশাসনিক স্তর ও সকল জায়গা থেকে সমান সহযোগিতা না পেলেও পুলিশের সহযোগিতা পাচ্ছেন। তারক বাবু বলেন তার এই প্রচার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
Be the first to comment