এবার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র। সরকারি প্রকল্প সহ একের পর এক ক্ষেত্রে ইতিমধ্যেই বাধ্যতামূলক আধার কার্ড৷ এবার কেন্দ্রের পাশাপাশি নির্বাচন কমিশনও ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে চাইছে। সু্প্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন।
তবে ভোটার তালিকায় কারচুপি রুখতে ও প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করতে আধারকে ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করার পদক্ষেপ বাধ্যতামূলক করার আর্জি জানিয়েছে কমিশন৷ আধার নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন কয়েকটি মামলা। আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
এমনকি আগামীদিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড৷ কিন্তু এমন অনেকেই আছেন যারা আধার কার্ড বানায়নি৷ তাদেরকে শীঘ্রই তা বানিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে৷
Be the first to comment