কৃষক বিক্ষোভে উত্তাল মুম্বই, বিধানসভায় পৌঁছলো প্রতিনিধি দল

Spread the love

কৃষক বিক্ষোভে উত্তাল মুম্বই। ঋণ মকুব, কৃষিপণ্যের দাম দেড়গুণ বাড়ানো এবং এম এস স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিতে মহারাষ্ট্র বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সর্বভারতীয় কিষাণ সভা। নাসিক থেকে এই যাত্রা শুরু হয়। রবিবারই ৩০ হাজার কৃষক মুম্বইয়ে পৌঁছে যান। সোমবার তাঁরা আজাদ ময়দান থেকে বিধানসভার দিকে রওনা হন। বিধানসভায় পৌঁছেছে কৃষকদের প্রতিনিধি দল। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে বৈঠক করবেন কৃষকদের প্রতিনিধিরা। তাঁদের দাবি-দাওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটিও গঠন করেছে রাজ্য সরকার। কৃষকদের সাফ দাবি, ফসলের দাম উৎপাদন মূলের দেড়গুণ করতে হবে। প্রাকৃতি বিপ‌র্যয়ে কৃষকদের ক্ষতিপূরণের পরিমাণ একরপ্রতি কমপক্ষে ৪০ হাজার টাকা করতে হবে। আদিবাসীদের জঙ্গলের জমি থেকে উৎখাত করা ‌যাবে না।

কৃষকদের এই আন্দোলন ঘিরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে মহারাষ্ট্র সরকার। কৃষকদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা ও আম আদমি পার্টি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*