পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্ক জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একেবারেই চুপ। কারণ তিনি তাঁর মেয়েকে আড়াল করতে চাইছেন। সোমবার এই মন্ত্রব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি প্রশ্ন তোলেন, কেন পিএনবি জালিয়াতি কাণ্ডে অর্থমন্ত্রীর মেয়ের ফার্মে তল্লাশি চালানো হচ্ছে না ? রাহুল গান্ধী আরও বলেন, এটা এখন স্পষ্ট যে আমাদের অর্থমন্ত্রী পিএনবি জালিয়াতির ঘটনায় তাঁর আইনজীবী মেয়েকে আড়াল করছেন। জালিয়াতির ঘটনার সামনে আসার আগেই অভিযুক্তর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন জেটলির মেয়ে। যখন এঘটনার সঙ্গে জড়িত অন্য ফার্মে তল্লাশি চালাচ্ছে সিবিআই তখন এক্ষেত্রে অন্যথা কেন হবে?
প্রসঙ্গত, পিএনবি জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসি পলাতক। তাঁদের বিরুদ্ধে সমন পাঠিয়েছে সিবিআই। তবে মেহুল চোকসি সিবিআই কে জানিয়েছেন, তাঁর পক্ষে এখন ভারতে আসা সম্ভব নয়। কারণ তাঁর পাসপোর্ট ব্লক করা হয়েছে।
Be the first to comment