গতকাল শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজের শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিলো রোহিত-বাহিনী। এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই ফের ব্যর্থ রোহিত শর্মা (১১) এবং অন্য ওপেনার শিখর ধাওয়ান (৮)। ২২ রানে ২ উইকেট পড়ে যায় ভারতের। এরপর লোকেশ রাহুল (১৮) ও সুরেশ রায়না(২৭) মিলে ইনিংস টানতে থাকেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের দোড় গোড়ায় পৌঁছে দেন মণীশ পাণ্ডে (৩১ বলে ৪২) এবং দীনেশ কার্তিক (২৫ বলে ৩৯)।
ত্রিদেশীয় টি-২০ সিরিজের এই ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল শ্রীলঙ্কা। সোমবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৯৪ রান তোলে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে এদিন ভাল রান করেন ওপেনার কুসল মেন্ডিস। ৫৫ রান (৩৮ বল) করেন তিনি। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। এখান থেকে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা। পরের ৯ ওভারে ওঠে মাত্র ৫৮ রান। ৭ উইকেট দ্রুত পড়ে যায়।
ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন শার্দুল ঠাকুর। ২৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট দখল করেন জয়দেব উনাদকট, যুযবেন্দ্র চহাল এবং নবাগত বিজয় শঙ্কর। ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচের সেরা নির্বাচিত হন শার্দুল ঠাকুর।
Be the first to comment