ডান-হাতি পেসার কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিং-এ চতুর্থ দিনেই পোর্ট এলিজাবেথ টেস্টে অস্ট্রেলিয়াকে হারালো দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ১৫০ রানে রাবাদার ১১ উইকেট শিকারে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা হয়েছেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নেন রাবাদা। প্রথম ইনিংসে ২৪৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের ১২৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৮২ রান করে প্রোটিয়ারা। প্রথম ইনিংস থেকে ১৩৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিন ব্যাট হাতে নেমে আবারো রাবাদার বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। ২৩৯ রানেই গুটিয়ে যায় অসিদের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে ৬ উইকেট শিকার করনে রাবাদা। এরপর জয়ের জন্য ১০১ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডারবানে সিরিজের প্রথম টেস্ট ১১৮ রানে জিতেছিলো অস্ট্রেলিয়া। কেপটাউনে আগামী ২২ মার্চ থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। কিন্তু আচরণবিধি ভঙ্গের দায়ে ফের অভিযুক্ত হলেন ম্যাচের সেরা রাবাদা। যার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচে সাসপেন্ড হলেন। এক ম্যাচে দ্বিতীয় বারের মত মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলেন এই প্রোটিয়া পেসার। প্রথম দিনের ম্যাচের স্টিভ স্মিথকে ঘাড় দিয়ে ধাক্কা দিয়েছিলেন রাবাদা। ওই ঘটনায় লেভেল ২ এর অভিযোগ আনা হয়েছিল। পরে তিনি তৃতীয় দিনে আউট হয়ে যাওয়া অসি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে গুরুতর অশোভন আচরণ করেছেন।
ফাইল ছবি
Be the first to comment