‘শাদি শগুন’ নামে এক অভিনব প্রকল্প আনতে চলেছে মোদী সরকার। বিয়ের আগে যাঁরা স্নাতক হবেন, এমন মেধাবী মুসলিম ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে ৫১ হাজার টাকা। সরকার এই টাকা বিয়ের সময় স্নাতকদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উচ্চশিক্ষার অঙ্গনে আরও বেশি করে আনার চেষ্টা করছে বলে দাবি কেন্দ্রের। তবে যে সমস্ত ছাত্রীর বাবা-মায়ের বার্ষিক আয় ২ লক্ষ টাকা বা তার বেশি, তাঁরা এই সুবিধা পাবেন না।
অন্য কোনও দল সরকার মুসলিমদের জন্য কিছু করলে বিজেপি মুসলিম তোষণের অভিযোগ আনে। তাহলে কেন্দ্রের বিজেপি সরকারের বলা ভালো প্রধানমন্ত্রী মোদীর মুসলিম মহিলাদের জন্য করা এই ‘শাদি শগুন’ প্রকল্পকে কি বলবেন?
Be the first to comment