রাজধানীতে আবারও শ্লীলতাহানির ঘটনা, গ্রেফতার ক্যাব চালক

Spread the love

রাজধানীর বুকে আবারও শ্লীলতাহানির ঘটনা৷ এবার অভিযোগের তির এক উবের চালকের বিরুদ্ধে৷ অভিযোগ, এক মহিলা যাত্রীকে গাড়িতে আটক করে শ্লীলতাহানির চেষ্টা করে ওই ক্যাব চালক৷ উবের সংস্থার তরফ থেকে জানান হয়েছে, যাত্রী নিরাপত্তা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ৷ অভিযুক্ত উবের চালকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে উবের সংস্থা৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ৷

জানা গিয়েছে, একটি বেসরকারি অফিসে কাজ করেন অভিযোগকারিনী৷ গত ৯ মার্চ অফিস যাওয়ার জন্য তিনি হরিয়ানার কুন্ডলি থেকে উবের বুক করেন৷ কিন্তু সেই গাড়িটিতে নাকি কোনও নম্বর প্লেট ছিল না৷ এমনকী, গাড়ি চালক মত্ত অবস্থাতেও ছিল বলেও জানিয়েছেন ওই অভিযোগকারিনী৷ এরপর গাড়িতে উঠতেই তরুণীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে অভিযুক্ত৷ ওই তরুণী প্রতিবাদ করলে গাড়ির দরজা লক করে রাস্তা ঘুরিয়ে তাকে একটি নির্জন রাস্তায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ পাশাপাশি হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী৷ কিছুটা দূর যাওয়ার পর সিএনজি স্টেশনের কাছে অভিযুক্ত চালক গাড়ির গতি কিছুটা কমাতেই গাড়ি থেকে বেরিয়ে আসেন ওই তরুণী৷ উবের চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন৷

পরে হরিয়ানার সোনেপত থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির মধ্যেই ছিল অভিযুক্ত চালক। জানা গিয়েছে, তার ড্রাইভিং লাইসেন্সও নেই। এমনকী, সে নাকি উবের সংস্থার সঙ্গে যুক্তও নয়৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*