দ্বিতীয় বারের মতো নেপালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভান্ডারি। তিনি ক্ষমতাসীন দল নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) উপপ্রধান। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে আইনপ্রণেতা ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বিদ্যা ৩৯ হাজার ২৭৫ ভোট পেয়ে তিনি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের কুমারি লক্ষ্মী রায় পেয়েছেন ১১ হাজার ৭৩০ ভোট। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২৮ অক্টোবর তিনি নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনে বিদ্যা ভান্ডারি ৩২৭-২১৪ ভোটে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছিলেন।
ফাইল ছবি
Be the first to comment