স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর৷ এবার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখতে পারলে জরিমানার যে নিয়ম চালু করেছিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক, তাতে ঘটল রদবদল। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখতে পারার ক্ষেত্রে কমল জরিমানার অঙ্ক। একধাক্কায় প্রায় ৭০ শতাংশ পেনাল্টি চার্জ কমিয়ে দিলো এসবিআই। চলতি বছরের ১ এপ্রিল থেকে লাগু হবে নতুন নিয়ম।
উল্লেখ্য, নয়া বিবৃতিতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখতে না পারলে দেশের মেট্রো শহরের বাসিন্দাদের জরিমানা হিসেবে ৫০ টাকা + জিএসটি-এর বদলে এবার থেকে দিতে হবে সাসিক ১৫ টাকা + জিএসটি। এছা়ড়া মফস্বল ও গ্রামের বাসিন্দাদের ক্ষেত্রে এই জরিমানার অঙ্ক কমে দাঁড়িয়েছে, যথাক্রমে- ১২ টাকা + জিএসটি এবং ১০ টাকা + জিএসটি। এর আগে এই দুই ক্ষেত্রেই জরিমানার অঙ্ক ছিল ৪০ টাকা + জিএসটি। ফলে সারা দেশ জুড়ে প্রায় ২৫ কোটি গ্রাহক উপকৃত হবেন।
Be the first to comment