আবারও সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি

Spread the love

বুধবার আবারও সুপ্রিম কোর্টে অযোধ্যা জমি বিতর্কের শুনানি হবে। শীর্ষ আদালতে অযোধ্যায় ২.৭ একর বিতর্কিত জমি নিয়ে ১৩টি আবেদনের চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল ৯ ফেব্রুয়ারি। কিন্তু, কিছু নথি ও অনুবাদ তখনও আদালতে দাখিল না হওয়ায় স্থগিত রাখা হয় শুনানি।

প্রসঙ্গত, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত জমিকে তিনটি অংশে ভাগ করার নির্দেশ দেয়। বলা হয়েছিল, একভাগ জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে, আর একভাগ পাবে নির্মোহী আখড়া। শেষ ভাগটি পাবে রাম লালা। কিন্তু, এলাহাবাদ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে ৪টি সিভিল মামলায় মোট ১৩টি আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। পাশাপাশি ২.৭ একর জায়গায় যে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে, সেটি সুন্নি ওয়াকফ বোর্ড না অখিল ভারত হিন্দু মহাসভার, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভার দাবি, রামের জন্মভূমি ওটা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*