উত্তরপ্রদেশ উপনির্বাচনে বিজেপিকে কড়া টক্কর সপা-র, শুভেচ্ছা রাহুল গান্ধীর

Spread the love

উত্তরপ্রদেশ উপনির্বাচনে এবার বিজেপিকে কড়া টক্কর দিলো সপা৷ এবার যোগীর গড়েই বিপুল ভোটে হারলো বিজেপি৷ গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির লড়াই ছিল মূলত বিরোধী দল সপার সঙ্গেই৷ উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এবং ফুলপুরে নির্বাচন হয়। গোরক্ষপুরে গত কয়েকবছর ধরেই গেরুয়া শিবিরের দাপট অব্যহত ছিল৷ কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার কারনেই এই আসনটি শূন্য হয়ে যায়৷ অপরদিকে, উপমুখ্যমন্ত্রী হন কেশব প্রসাদ মৌর্য৷ এরপরই ফুলপুরের আসনটিও খালি হয়ে যায়৷

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর গড়ে বিপুল ভোটে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি৷ বুধবার এই জয়ের পরেই টুইট করে ভোটে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, সাধারণ মানুষ বিজেপির উপর রেগে রয়েছে৷ সেই কারণেই সপাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়ের রাস্তা প্রশস্থ করেছে সাধারণ মানুষ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশকে কংগ্রেসের দখল আনতে আরও বেশ কিছুদিন সময় লাগবে ৷

এদিন ২৮ রাউন্ডের গণনা শেষে গোরক্ষপুর ২৬হাজার ভোটে এগিয়ে বিরোধী দলের থেকে৷ অপরদিকে, ফুলপুরে নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল বিজেপির থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে৷ সপা-র প্রাপ্য ভোটের সংখ্যা ৩,১৮,৯৪২ টি৷  অপরদিকে, বিজেপি-র প্রাপ্য ভোটের সংখ্যা ২,৬৭,৭৭৬৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*