আজ কলম্বোয় ত্রিদেশীয় টি-২০ নিদহাসা টুর্নামেন্টে ভারত বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে চলে গেলো। এদিন বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ভারত ৩ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন ওপেনিং পার্টনার শেখর ধাওয়ানের (৩৫) সাথে জুটিতে ৭০ রান তোলে। তারপর সুরেশ রায়নার সাথে ইনিংসের শেষ ওভার পর্যন্ত ১০২ রানের পার্টনারশিপ গড়েন। রুবেলের বলে রায়না ফিরে যাবার আগে পর্যন্ত ৪৭ (৫ টা চার এবং ২টো ছক্কা) রান করেন। রোহিত শর্মা ৫টি চার এবং ৫টি ছক্কার সাথে ৬১ বলে ৮৯ রান করেন। বাংলাদেশের হয়ে রুবেল ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করতে পারে। এদিনও বাংলাদেশের হয়ে ভালো ব্যাট করে মশফিকুর রহমান (৭২ নট আউট)। এদিন বাংলাদেশের ইনিংসের শুরুতেই ভারতের নবাগত স্পিনার ওয়াশিংটন সুন্দর দারুন বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের আটকে রাখেন। তিনি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। তার বোলিং ফিগার ৪-০-২২-৩। এদিন আরেক নবাগত বিজয় শঙ্কর ভালো বল করেন। উনি উইকেট না পেলেও বেশ আঁটোসাটো বল করেন।
ম্যান অব দ্য ম্যাচ হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ফাইল ছবি
Be the first to comment