উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই বার্সেলোনা আর চেলসির ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে আটটি দল স্থান করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। যে দল গুলি শেষ আটে জায়গা করে নিয়েছে তারা হলো স্পেনের রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের লিভারপুল, ইতালির জুভেন্টাস, ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, স্পেনের সেভিয়া, ইতালির এএস রোমা, স্পেনের বার্সেলোনা ও জার্মানির বায়ার্ন মিউনিখ। এই আট দলের কে কার মুখোমুখি হবে সেটা নির্ধারণ করতে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার অফিসে অনুষ্ঠিত হবে শেষ আটের ড্র। এই ড্রতে কোনো সেরা বাছাই দল থাকবে না। এক জায়গাতেই থাকবে সবগুলো দলের নাম। শেষ আটে থাকবে না কোনো দেশের প্রতিবন্ধকতা। কোয়ার্টার ফাইনালে যেকোনো দেশের, যেকোনো ক্লাব, যেকোনো দলের বিপক্ষেই খেলতে পারবে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হওয়ার সম্ভাব্য তারিখ ৩ ও ৪ এপ্রিল। ফিরতি লেগের সম্ভাব্য তারিখ ১০ ও ১১ এপ্রিল।
Be the first to comment