এই নিয়ে টানা পঞ্চমবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ১ নং স্থান অর্জন করেছে সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ডওয়াইড কস্ট অব লিভিং ২০১৮’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। শহরগুলোতে ১৬০ ধরনের পণ্য ও সেবার দামের তুলনা করে এই তালিকা তৈরি করেছে ইআইইউ। এগুলোর মধ্যে খাবার ও পানীয়, পোশাক, বাড়িভাড়া, গৃহস্থালি পণ্য, প্রসাধন সামগ্রী, পরিবহন ব্যয়, স্কুল খরচ, ইউটিলিটি বিল এবং বিনোদন ব্যয় রয়েছে।
ইআইইউ জানিয়েছে, ইউরোপের জুরিখ, জেনেভা, প্যারিস বা এশিয়ার হংকংয়ের চেয়েও সিঙ্গাপুরে জীবনযাত্রার খরচ অনেক বেশি। এ তালিকায় শীর্ষ ১০ শহরের মধ্যে স্থান পেয়েছে এশিয়ার সিউল, হংকং, তেলআবিব এবং সিডনি। ২০১৭ সালে মার্কিন ডলারের মূল্যমান কমে যাওয়ায় যুক্তরষ্ট্রের শহর নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস এবারের তালিকায় যথাক্রমে ১৩তম ও ১৪তম স্থানে নেমে এসেছে।
Be the first to comment