পরিচালক আলী আব্বাস জাফর আসছেন তার তৃতীয় ছবি ‘ভারত’ নিয়ে। ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি দুইটির দুর্দান্ত সাফল্যের পর তিনি এই ছবি নিয়ে ভাবনাচিন্তা করছেন। স্বভাবতই আগের দুই ছবির মতো এই ছবিতেও প্রধান ভূমিকায় থাকছেন সালমান খান। কোরিয়ান ভাষায় নির্মিত ‘ওডি টু মাই ফাদার’ ছবির আদলে ‘ভারত’ ছবির কাহিনী গড়ে উঠেছে। যেখানে দেশভাগের পর থেকে ভারতের ৭০ বছরের ইতিহাস দেখানো হবে। পরিচালক জানান, এই ছবিটি ‘টাইগার’ এবং ‘সুলতানে’র থেকে সম্পূর্ণ আলাদা। এখানে তারা নতুন কিছু করার চেষ্টা করেছেন।
তবে পরিচালক পরিচালক আলী আব্বাস জাফর নিজের এই সফলতার জন্য সালমান খানের ভুমিকাকে বিশেষ প্রাধান্য দিয়েছেন। তিনি জানান সবাই আমাকে একজন পরিপক্ক নির্মাতা বলেন। কিন্তু আমার মনে হয়, আমার এই সাফল্য সালমানের কারণেই সম্ভব হয়েছে। কারণ আমি সালমানের মতো একজন অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করছি। অভিনেতা হিসেবে নিজেকে তিনি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
এই বছরের জুন থেকে ‘ভারত’ ছবির শ্যুটিং শুরু হবে। সালমান -আব্বাস জুটির তৃতীয় ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ঈদে।
সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment