টিডিপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধীদের একসঙ্গে কাজ করার আবেদন মমতার

Spread the love

এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে তেলুগু দেশম পার্টি। টিডিপি-র এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সিদ্ধান্ত সামনে আসার পরই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, টিডিপি-র এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপ খুবই দরকার ছিল।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের এককাট্টা হয়ে লড়াই করারও আবেদন জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, আমি সমস্ত বিরোধী দলের কাছে কেন্দ্রের অত্যাচার, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে এক হয়ে কাজ করার আবেদন জানাচ্ছি।

প্রসঙ্গত, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে বরাবর আঞ্চলিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই একাধিকবার ফেডেরাল ফ্রন্টের কথাও বলেছেন। তবে সফল হননি। এখন আবার নতুন করে কোমর বেঁধে নেমেছেন মমতা। এনিয়ে ইতিমধ্যে শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট পার্টির নেতা প্রফুল্ল প্যাটেলের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে টিডিপি-র জোট ছাড়ার সিদ্ধান্ত মমতাকে খুশি করেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*