সোমবার পর্যন্ত স্থগিত লোকসভার অধিবেশন

Spread the love

অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দানের ইস্যুতে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতেই দিল না সরকার৷ তার আগেই অধিবেশন স্থগিত করে দেওয়া হলো৷ সোমবার পর্যন্ত থাকবে এই স্থগিতাদেশ৷ আর এদিকে বিড়ম্বনা কাটাতে অধিবেশন স্থগিত করার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ৷ এমনই অভিযোগ বিরোধীদের৷ বিরোধীদের দাবি, যেভাবে শরিকি ভাঙন ধরছে তাতে চরম বিড়ম্বিত মোদী৷ সেই কারণেই অধিবেশন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, টিআরএস এই অনাস্থা আনে৷ আর তাতে সমর্থন দেয় অন্ধ্রের ক্ষমতাসীন দল টিডিপি৷ শুক্রবার সকালেই টিডিপি সরকার পক্ষ ত্যাগ করে৷ এতে মোদী সরকার বড়সড় ধাক্কা খেয়েছে৷ শুধু টিডিপির ১৬ জন সাংসদ এনডিএ ছেড়েছেন তাই নয়৷ বিভিন্ন ইস্যুতে শরিকি বিবাদের আঁচ ছড়াচ্ছে শিবসেনা ও অকালি দলের মধ্যেও৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*