প্রত্যাশা পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার পর বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি লিখে ক্ষোভপ্রকাশ করলেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। চিঠিতে তিনি লেখেন, অন্ধ্রপ্রদেশ ভাগের সময় ইউপিএ সরকারের থেকে যে ন্যায়বিচার পাওয়া যায়নি তা পাওয়ার আশাতেই এনডিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়েছিল টিডিপি। কিন্তু, জোট সরকারে থেকে টিডিপি-র সেই উদ্দেশ্য পূরণ হয়নি। সেজন্যই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
এদিকে চন্দ্রবাবুর নাইডুর সাফ কথা, এখন অন্ধ্রপ্রদেশের মানুষ বুঝতে পেরেছে তাদের আকাঙ্খা নিয়ে সংবেদনশীল নয় বিজেপি। তিনি বলেন, স্পেশাল ক্যাটাগরি স্টেটাস সহ অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪-র শর্তাবলী ও অন্য যেসব নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেগুলি কার্যকর করতে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকার। তাঁর কথায়, পুনর্গঠন আইন কার্যকর করে সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। পাশাপাশি তিনি আরও বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বিজেপি ও টিডিপি একসঙ্গে লড়েছিল। কিন্তু, নির্বাচনের পর তেলাঙ্গানার সঙ্গে জোটছিন্ন করে গেরুয়া শিবির। নিয়ম মেনে সেটা আমাদের জানানোর সৌজন্যতাটুকুও দেখায়নি তারা।
Be the first to comment