শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন একটি বিদেশি ঠিকাদারি কোম্পানিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে তাদের ধারণা, সূত্রের খবর। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের সবাই বেসামরিক, ঠিকাদারদের মধ্যে কেউ হতাহত হননি। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ লোকজনই হামলাটির শিকার হয়েছেন বলে জানিয়েছেন তারা। বিস্ফোরণে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Be the first to comment