সোমবার কোলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে.চন্দ্রশেখর রাও। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা এই সাক্ষাৎকে নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে নারাজ। তাঁদের দাবি মোদী বিরোধী ফেডারেল ফ্রন্ট নিয়ে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হবে। জানা গিয়েছে, সোমবার বিকেল ৪ টে নাগাদ নবান্নে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কে চন্দ্র শেখর রাও।
তবে নবান্ন সূত্রে খবর সেদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি৷ তবে দ্বিপাক্ষিক ওই বৈঠকের প্রধান আলোচ্য ইস্যু সর্বভারতীয় স্তরে ফেডারেল ফ্রন্ট গড়ে তোলা৷ এদিকে রাজনৈতিক মহলের খবর সর্বভারতীয় স্তরে বিজেপিকে রুখতে বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে নিয়ে রাজধানী দিল্লিতে ফেডারেল ফ্রন্টের প্রথম বৈঠক হতে চলেছে আগামী ২৭ ও ২৮ মার্চ৷ ওই বৈঠকের প্রধান মুখ হিসেবে চন্দ্রশেখরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও উঠে আসবেন বলেই খবর।
Be the first to comment