কংগ্রেসের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ তোলেন, কেন্দ্রে মোদীর বিজেপি সরকার ভারতীয় অর্থনীতির হাল খারাপ করে দিয়েছে। পাশাপাশি মনমোহন আরও বলেন, মোদী নির্বাচনী প্রচারে বছরে ২ কোটি চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২ লাখ কর্মসংস্থানও হয়নি। ৬ বছরে কৃষকের আয় বেড়ে দ্বিগুণ হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি, কিন্তু এটা ছিল অবাস্তব দাবি যা কখনও সম্ভব হবে না।
পাশাপাশি নোট বাতিল, জিএসটি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, বিমুদ্রাকরণের মতো খারাপ উদ্যোগের জেরে মার খেয়েছে অসংগঠিত ক্ষেত্রের কাজের সুযোগ। দ্রুত চালু হওয়া জিএসটি-র জেরে ছোট, মাঝারি ক্ষেত্রের কর্মসংস্থান চলে গিয়েছে।
Be the first to comment