তারকেশ্বরের বালিগোরিতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পাকা রাস্তা, আনন্দে মেতে উঠলেন গ্রামের মানুষেরা

Spread the love

সুভাষ মজুমদার –
দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান, গ্রামের মাটির রাস্তা হলো পাকা, আর তারই আনন্দে গ্রামের মহিলাদের উদ্যোগে নতুন রাস্তার উপর রবিবার রাত্রে হয়ে গেল জমজমাট ভুরিভোজ।
আনন্দে মেতে উঠলেন বাড়ির গৃহবধূ ,মহিলা,পুরুষ থেকে গ্রামের ছোটরাও।
তারকেশ্বরের বালিগোরি এক নং গ্রাম পঞ্চায়েতের বালিগোরি গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পেলো পাঁচ কিমি পাকা রাস্তা। মূলত প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামে যাবার প্রধান রাস্তা। এই রাস্তাতেই পরে গ্রামের হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং এই রাস্তাই তারকেশ্বর রেল স্টেশন বা বাজার যাবার প্রধান রাস্তা।
দীর্ঘ পঁয়ত্রিশ বছর বেশ কয়েকটি গ্রামের মানুষ সহ্য করেছে বর্ষার কদর্য রাস্তা আবার বর্ষা মেটার পর এবারো খেবরো রাস্তা।
এই রকম যন্ত্রনা থেকে মুক্তি পেলেন তারা, আর তাই আনন্দে মুখরিত হতে এই ভুরিভোজের আয়োজন।
জেলা পরিষদের উদ্যোগে বালিগোরি চৌমাথা থেকে জয়নগর গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিমি তৈরি হলো নতুন ঢালাই রাস্তা। উপকৃত হলো পাঁচ সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ থেকে, স্কুলের ছাত্র ছাত্রীরাও।
গ্রামের প্রত্যেকটি মানুষ ধন্যবাদ জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উন্নয়ন প্রকল্পকে ।
এই ভুরিভোজে আমন্ত্রিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ, তিনি বলেন বাম জামানয় উপেক্ষিত এই গ্রামগুলির মানুষ, এই অঞ্চলের গুরত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পাকা রাস্তা হলো তাই গ্রামের মানুষ আনন্দে নিজেদের খরচ এবং উদ্যোগ নিয়ে ভুরিভোজের আয়োজন করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*