ইন্ডিয়ান ওয়েলস মহিলাদের সিঙ্গলস ফাইনালে ছিল তারুণ্যের লড়াই। ক্যালিফোর্নিয়ায় মহিলাদের সিঙ্গলস ফাইনালে ফাইনালে মুখোমুখি হন ২০ বছর বয়সী দুই খেলোয়াড় নাওমি ওসাকা ও দারিও কাসাতকিনা। এই টুর্নামেন্টের অবাছাই খেলোয়াড় নাওমি ওসাকা ম্যাচ শেষে ইতিহাস গড়লেন। ক্যারিয়ারে প্রথমবার ডাব্লিউটিএ চ্যাম্পিয়ান হওয়ার স্বাদ পেলেন জাপানি এই তারকা। গতকাল ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে মহিলা সিঙ্গলসের ফাইনালে রাশিয়ার দারিয়া কাসাতকিনার বিরুদ্ধে ৬-৩ ও ৬-২ গেমে জেতেন ওসাকা। আসরের ২০তম বাছাই খেলোয়াড় কাসাতকিনার বিপক্ষে ফাইনালে জিততে ওসাকা সময় নেন মাত্রই ৭০ মিনিট। সেমিফাইনালেও ওসাকা দেখান তাঁর দাপুটে নৈপুণ্য। বিশ্বের এক নম্বর খেলোয়াড় রুমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে মাত্র ৬৩ মিনিটের লড়াই শেষে ৬-৩ ও ৬-০ গেমে জিতেছিলেন এই জাপানি তারকা। এই টুর্নামেন্টের ফাইনালের পথে নাওমি ওসাকা হারান মারিয়া শারাপোভা, আগনিয়েস্ক রাদওয়ানস্কা, ক্রারোলিন প্লিসকোভা ও সিমোনা হালেপের মতো শীর্ষবাছাই খেলোয়াড়দের। অন্যদিকে এই টুর্নামেন্টে ভেনাস উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকির মতো খেলোয়াড়দের হারিয়ে ফাইনালে পৌঁছেন অপর ফাইনালিস্ট কাসাতকিনা।
Be the first to comment