ইরাকের মসুলে অপহৃত ৩৯ ভারতীয়কে ISIS জঙ্গীরা হত্যা করেছে, রাজ্যসভায় বললেন সুষমা স্বরাজ

Spread the love

৪ বছর আগে ইরাকের মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয়কে ISIS জঙ্গীরা হত্যা করেছে বলে রাজ্যসভায় জানালেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ২০১৪ সালে পাঞ্জাব থেকে কাজের জন্য ইরাকের মসুলে গিয়েছিল এই ভারতীয়রা। যেখানে ISIS জঙ্গীরা তাদের কিডন্যাপ করে। এরপর ঐ ভারতীয় কর্মীরা যখন জঙ্গীদের ঘেরাটোপ থেকে পালিয়ে আসার চেষ্টা করেছিলো তখন জঙ্গীরা নৃশংস ভাবে তাদের হত্যা করে। পরবর্তী কালে মসুল জায়গাটি জঙ্গীদের কবল থেকে মুক্তি পায় এবং স্বাভাবিক অবস্থা হয়। তাদের খোঁজ খবরের জন্য জেনারেল ভি কে সিং ইরাক গিয়েছিলেন। অপহৃত ভারতীয়দের মধ্যে একজন ভারতীয় হরজিত মসীহ জঙ্গীদের কবল থেকে বেঁচে যায়। হরজিত বলেছেন, বাকি ভারতীয়দের তিনি নিজের চোখের সামনে জঙ্গীদের হাতে মরতে দেখেছেন।

কিভাবে ৩৯জন ভারতীয় অপহৃত হয়েছিল?
ইরাকে অপহৃত ভারতীয়দের মধ্যে বেশিরভাগ পাঞ্জাবের লোক ছিলো। যারা সকলেই ইরাকের মসুল এবং পাশাপাশি শহরে কাজের জন্য গিয়েছিলো।
২০১৪ সালে সকলকে ISIS জঙ্গীরা কিডন্যাপ করে। ঐ জঙ্গীরা তাদেরকে মসুলিতেই কোনো এক গ্রামের জেলে বন্দী করে রেখেছিল এবং তাদের মজদুর করে রেখেছিলো। এরপর থেকে এই ভারতীদের আর কোনো খোঁজখবর পাওয়া যায় নি।

রাজ্যসভায় যা যা বললেন সুষমা স্বরাজ –
সুষমা স্বরাজ বলেছেন, হরজিত মসীহ এর সব কাহিনী সত্যি নয়। মসুলে ৩৯জন ভারতীয়র সকলের মারা গেছেন। হরজিত পাঞ্জাবীতে কথা বলছিলেন ওনার সাথে। হরজিত বলেছেন জঙ্গীরা সকল ভারতীয়কে সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। কারোর বুকে বা কারোর মাথায় গুলি লাগে। হরজিত নিজের ওপর গুলি লাগার কথাও বলেন।
এক ক্যাটারার বলেছেন সকল ভারতীয়কে একটা টেক্সটাইল ফ্যাক্টরীতে কাজের জন্য নিয়ে গিয়েছিল। বাংলাদেশী এবং ভারতীয়দের আলাদা আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিলো। ক্যাটারার বলেছেন হরজিত বাংলাদেশের লোক বলে সেখান থেকে বেরিয়ে গেছেন।
ইরাকে যখন ভি কে সিং সমেত কিছু ভারতীয় অফিসার গিয়েছিলেন এবং অপহৃত ভারতীয়দের খোঁজ খবর করছিলেন তখন ইরাকের কাছে ডিপ পেনিট্রেশন রডার এর দাবি করেছিলেন। এরপর জমিতে মৃতদেহ পাওয়ার যায়।
সমস্ত মৃতদেহকে মাটি খুঁড়ে বের করা হয়। ডিএনএ টেস্ট করা হয়। সর্বপ্রথম সন্দিপ নামে একটি ছেলের সন্ধান পাওয়া যায় ডিএনএ টেস্ট করে। এরপর আরো ৩৮জনের ডিএনএ টেস্ট করে খোঁজ পাওয়া যায়।
সুষমা স্বরাজ জেনারেল ভি কে সিং কে ধন্যবাদ জানিয়েছেন তাঁর এই অভিযান সম্পুর্ণ করার জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*