মালিতে হিংসার বলি ৮

Spread the love

আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে জাতিগত হিংসার কারণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। বিশৃঙ্খলাপূর্ণ এই মরুভূমি অঞ্চলে এটাই হল হিংসার বলিতে সর্বশেষ ঘটনা। সূত্র থেকে জানা যায় সোমবার এই হিংসার ঘটনা ঘটে। এই মাসের শুরু থেকে মালির ফুলানি ও দোগোন সম্প্রদায়ের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এখনো পর্যন্ত কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। মালির সামরিক সূত্র জানায়, রবিবার বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী কোরো শহরে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সেবারি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। এতে সবকিছু পুড়ে গেছে।
স্থানীয় কর্মকর্তার থেকে জানা গেছে, ফুলানি ও দোগোন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আস্থার সংকটকে কেন্দ্র করে এই হিংসার সূত্রপাত। জাতিগত এ হিংসায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। মালির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানান হয়, এই দুই সম্প্রদায়ের মানুষজনকে আশ্বস্ত করতে ও হিংসা কমানোর প্রস্তাব দিতে প্রধানমন্ত্রী এই সপ্তাহে কোরো শহর সফর করবেন। সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*