বেশ কয়েকদিন ধরেই বুলগেরিয়ায় আছেন আলিয়া ভাট। তাঁর নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের জন্য। যার জন্য জন্মদিনে দেশে ফিরতে পারেননি তিনি। এই ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় আলিয়া কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন। বাঁ হাতে ‘আর্ম স্লিং’ পরে বসে থাকতে হচ্ছে তাঁকে। হাত নাড়ানো যাবে না। অ্যাকশন দৃশ্যে অভিনয় তো দূরের কথা, শুটিংয়ের ফাঁকে লাফালাফি করা যাবে না। গত শনিবার বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে একটি চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আলিয়া কাঁধে আঘাত পেয়েছেন। যার ফলে এখানে শিডিউল মেলাতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ইউনিটদের খুব হিমশিম খেতে হচ্ছে। আলিয়া আহত হওয়ার ছবির শুটিং আরও ক’দিন পিছিয়েছে। আলিয়াকে ১৫ দিন শুটিং না করে বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তার। আয়ান মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলছে বুলগেরিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। চলতি মাসের শেষ দিকেই শুটিং শেষ করে ভারত ফেরার কথা ছিল ছবির ইউনিটের। কিন্তু আলিয়া আহত হওয়ার শুটিং বন্ধ হয়ে গেছে। এ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে আলিয়াকে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। আগামী বছরের ১৫ই আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবি ও তথ্য সূত্র থেকে
Be the first to comment