আইসিসি বিশ্বকাপ কোয়ালিফাইয়ের সুপার সিক্সের ম্যাচে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে তাদের ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে খেলার আশা বেঁচে থাকল। সুপার সিক্সে তাদের আর একটি ম্যাচ বাকি আছে। আগামী ২৩ মার্চ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। যদিও অনেক কিছু যদির ওপর নির্ভর করতে হবে। মঙ্গলবার হারারের ওল্ড হারারিয়ান্সে অনুষ্ঠিত সুপার সিক্স-এর ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন শাইমন আনোয়ার। আফগানিস্তানের হয়ে রশিদ খান ৫টি, দৌলৎ জাদরান ৩টি উইকেট নেন।
পরে আফগানিস্তান ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। একসময় আফগানিস্তানের ৫৪ রানে পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল। পরে গুলবদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান জুটি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৭৪ রান করে অপরাজিত থাকেন গুলবদিন নাইব। ৬৩ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন গুলবদিন নাইব।
ফাইল ছবি
Be the first to comment