রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করুনঃ মুখ্যমন্ত্রী

Spread the love

বোলপুরে প্রশাসনিক বৈঠক শেষ করে ডেবরাতে সরকারী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,
১) এত দেনা থাকা সত্ত্বেও সরকার কাজ করছে।
২) কৃষকদের আয় একমাত্র বাংলাতে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।
৩) আশাকরি আমাদের কাজ করার আবার সুযোগ দেবেন আপনারা। যারা কাজ করছেন কাজ করতে সুযোগ দেবেন। আগে যাদের নির্বাচিত করেছিলেন তাদের আবার নির্বাচিত করুন।
৪) সামনে পঞ্চায়েত নির্বাচন ভাল করে কাজ করতে হবে।
৫) কৃষকদের রক্ষা করতে হবে। ভালবাসতে হবে কৃষকদের। নাহলে ওরা খাবে কি।
৬) আমরা মানবিক সরকার। আগের সরকার কৃষকদের
দিকে তাকিয়েও দেখত না।
৭) আগে আমাদের টাকা দেওয়া হত, কিন্তু কেন্দ্র এখন কোনো টাকা আমাদের দেয় না। অন্য রাজ্য পেলে বাংলা কেনো বঞ্চিত হবে?
৮) আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বিত। ২১ টি রাজ্যের মধ্যে ওরা সেরা হয়েছে। এটা আমাদের সম্মানের।
৯) আমরা প্রতিটা জেলাতে মাদার অ্যান্ড চাইল্ড হাব করে দিয়েছি। শিশুদের জন্য ইউনিট করে দিয়েছি। এই জেলার জন্যও আমরা মাতৃযান দিলাম। গোটা রাজ্যে ১০০০ টা মাতৃযান দিয়েছি আমরা।
১০) সবাইকে বলব ভাল করে রামনবমী পালন করুন। যারা নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে করতে চান করুন। তবে এটা নিয়ে যারা রাজনীতি করবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
১১) আমরা কাজ করি, হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিবাদ ঘটাই না। আমরা একসঙ্গে কাজ করি। বাংলার মত শান্তি কোথাও নেই। সিপিএম আমলে কেউ এখানে আসতে পারতেন না, এখন সবাই এখানে আসছেন। আজ এখানে শান্তি এসেছে।
১২) পঞ্চায়েত এই জেলাতে হবে, সেখানে না জিতলে মানুষের কাজ কিভাবে হবে।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*