কর্ণাটক সফরে গেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকেই জোরকদমে ময়দানে নেমে পড়েন তিনি। বুধবার সকাল ৮.৩০ টা নাগাদ রাহুল দক্ষিণা কান্নাডা ও উদুপির ব্লক কংগ্রেস সভাপতিদের সঙ্গে কথা বলেন। এরপর সকাল ৯.৩০ টা নাগাদ দক্ষিণা কান্নাডা ও উদুপির প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তারপর সকাল ১১.৩০ টায় রাহুল সিঙ্গেরির সারদম্বা মন্দিরে যান। সেখানে তিনি পুজো দেন বলেও জানা গিয়েছে।
দুপুর ১২.২৫ নাগাদ রাজীব গান্ধী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন। সেখান থেকে দুপুর ৩ টের সময় চিকমাগালুরে এবং সন্ধ্যে ৬ টায় হাসানে জনসভা করেন। এদিন কংগ্রেস সভাপতিকে একবার দেখার জন্য সকাল থেকেই জনসভা প্রাঙ্গণ গুলিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
এছাড়াও এদিন হাসানে ‘ইন্দিরা ক্যান্টিন’ নামে একটি ক্যান্টিনের উদ্বোধন করেন রাহুল। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে এদিন মধ্যাহ্নভোজনও সারেন তিনি। পাশাপাশি এদিন চিক্মাগালুর জেলায় জগতগুরু শঙ্করাচার্যের সঙ্গেও দেখা করেন রাহুল। এদিন একটি অঙ্গনওয়াড়ি স্কুলেও বাচ্ছাদের সঙ্গে কিছুটা সময় কাটান সোনিয়া তনয়।
প্রসঙ্গত, দোরগোড়ায় কর্ণাটক ভোট। তাই আগেভাগেই কর্ণাটকে ঘর গুছানোর কাজ শুরু করে দিয়েছেন রাহুল ব্রিগেড।
Be the first to comment