ফুটবল বিশ্বকাপে ৯টি দেশের জার্সি উন্মোচন, আর্জেন্টিনার কালো জার্সি

Spread the love

আর ৮৪ দিন পর শুরু হবে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে আন্তর্জাতিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস নয়টি দেশের জার্সি উন্মোচন করেছে। ২০১৮ ফিফা বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে সংস্থাটি। এদের মধ্যে মেসির দেশ আর্জেন্টিনা ছাড়াও রয়েছে জার্মানি, রাশিয়া, স্পেন, বেলজিয়াম, সুইডেন, মেক্সিকো, কলম্বিয়া ও জাপানের অ্যাওয়ে জার্সিও। তবে এবার আর্জেন্টিনার জার্সিতে ব্যতিক্রম। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে কালো জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে মেসিদের। অবশ্য এটা থাকবে আর্জেন্টিনার অ্যাওয়ে (দ্বিতীয়) জার্সি। তাদের এক নম্বর পোশাক হিসেবে থাকবে যথারীতি আকাশী-সাদা জার্সিই। সর্বশেষ ২০১৪’র বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে গাঢ় নীল রংয়ের জার্সি গায়ে খেলতে নেমিছিল আর্জেন্টিনা। ওটা ছিল আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি। এবার জার্মানির জার্সিতে থাকছে সবুজাভ, যা ১৯৯০ বিশ্বকাপ সেমিফাইনালের জার্সির আদলে তৈরি। এবারের বিশ্বকাপে অপর আন্তর্জাতিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির জার্সিতে খেলবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। উন্মোচন করা হয়েছে সেই জার্সিও।
টুইটার থেকে ছবিগুলো সংগৃহীত

আর্জেন্টিনার জার্সি

জার্মানির জার্সি

কলম্বিয়ার জার্সি

স্পেনের জার্সি

জাপানের জার্সি

সুইডেনের জার্সি

মেক্সিকোর জার্সি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*