“দলে কেউ বড় নয়। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে নিজেদের মধ্যে লড়াই করবেন না।” পশ্চিম মেদিনীপুর জেলায় পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠকে দলীয় নেতাদের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন,
১) মেদিনীপুরের নানা জায়গায় ফুটপাত তৈরী করতে হবে। খড়গপুরে ভালো করে সাজাতে হবে। রেল এর সঙ্গে কথা বলে দেখতে হবে। পরিস্কার পরিচ্ছন্নরা দরকার। যাতে ডেঙ্গু না হয়।
2) মুখ্যসচিব কে বলছি UCO bank এর প্রবলেম হচ্ছে নানা জায়গায়। লোন দেওয়ার ক্ষেত্রে নানা জায়গায় সমস্যা হচ্ছে। এটা দেখতে হবে
: ৩) কুরিনবারাতে পর্যটন কেন্দ্রের জন্য আমি মুখ্যসচিবকে বলছি। ফাইল তৈরি করে দ্রুত কাজ করে দিতে হবে।
৪) কেন্দ্র নানান অজুহাতে কাজ করছে না। কপালেশ্বরীর এই বছরের মধ্যে কাজ হয়ে যাবে। কেন্দ্র ২২৭ কোটি টাকা দেয়নি। আমরা নিজেরা কাজ করে নিচ্ছি। আমরা বন্যার ভাঙন রুখতে ১৫ টা জায়গায় রিপেয়ারের কাজ করছি, সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ৭০ কোটি টাকা দিয়ে নদী সংস্কার করা হয়েছে। বন্যা হলেও এবার অনেক এলাকা রেহাই পাবে।
৫) আমি জেলা শাসকদের বলছি মার্চের ৩০ তারিখের মধ্যে এ বছরের সব পাবলিক পরিষেবা মিটিয়ে দিতে হবে।
৬) পুলিশ লাইনের উন্নয়নের জন্য ১ কোটি টাকা দেওয়া হল।
৭) যারা সরকারের থেকে টাকা নিয়ে কাজ করে না, তাদের ব্লাক লিস্ট করে দিতে হবে। আমরা এই বিষয়ে পরিষ্কার বলছি কেউ কাটমানি খাবে সেটা মানা হবে না। ব্লাক লিস্ট করে দাও যারা টাকা নিয়ে কাজ করে না। তারা যাতে আর কোথাও রাস্তার কন্ট্রাক্ট না পায়। স্থানীয় মানুষদের উৎসাহিত করুন। নতুন কন্ট্রাক্টর যাতে আসতে পারে। আমার রাজ্যে কে কন্ট্রাক্টর হবে সেটা কেন্দ্র(দিল্লী) ঠিক করে দেবে সেটা হতে পারে না।
৮) লালাগড়ে বাঘ আছে কিনা দেখে নেবেন। গ্রামবাসীকে সচেতন থাকতে বলবেন।
৯) সোনাখালি, দাঁতন, খাকুরদাতে নতুন পুলিশ স্টেশন তৈরি করার প্রস্তাব। ডিজিকে দেখে নেওয়ার জন্য বলেছি।
১০) আমার কাছে অভিযোগ আছে সরকারী হাসপাতালের যন্ত্রাংশ ভাল থাকা সত্ত্বেও ইচ্ছে করে খারাপ বলা হচ্ছে। যাতে রোগীরা নার্সিংহোমে যেতে পারে। এটা করবেন না, আমি তাহলে হাতেনাতে ধরব তাদের। আমি বলব এগুলো দেখে নিন।
১১) এই জেলার ১০০ দিনের কাজে খুশি আমি।
১২) রামনবমীতে শান্তিপূর্ণ ভাবে মিছিল যারা করবে তাদের অনুমতি দেবেন। তবে পরম্পরা না থাকলে যারা অস্ত্র নিয়ে মিটিং করবেন, তাদের কোনভাবে অনুমতি দেবেন না।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment