ফেসবুকের তথ্য-ফাঁস বিতর্কে এবার কেন্দ্রকেই একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার ফেসবুকে তথ্য ফাঁস হওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে রাহুল টুইট করে জানান, এ সবই বিজেপির মনগড়া গল্প৷ কংগ্রেস সভাপতি বলেন, ইরাকে ৩৯ জন ভারতীর মৃত্যুর ঘটনার ব্যর্থতা ঢাকতে নজর ঘোরানোর চেষ্টা করছে মোদী সরকার।
অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচন৷ সেই নির্বাচনে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করা হবে না৷ বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্থাৎ ফেসবুকের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি৷
উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপি মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ কংগ্রেসের সঙ্গে লন্ডনের কেমব্রিজ অ্যানালিটিকার যোগ নিয়ে প্রশ্ন তোলেন। ভোটারদের প্রভাবিত করতে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক ইউজারের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ উঠেছে। বিজেপি এবং কংগ্রেস দুটি দলই একে অপরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে কেমব্রিজ অ্যানালিটিকার পরিষেবা ব্যবহারের অভিযোগ এনেছে।
Be the first to comment