বৃহস্পতিবার রবিশঙ্কর প্রসাদের অভিযোগ খারিজ করে এবার পাল্টা দিলো কংগ্রেস। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেআইনি ভাবে হাতিয়ে বিভিন্ন দেশের নির্বাচনী ফলাফলে কলকাঠি নাড়ানোয় অভিযুক্ত সংস্থা কেম্ব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কংগ্রেসের গভীর সম্পর্কের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা। কংগ্রেস ওই তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানকে রাহুল গান্ধীর ভাবমূর্তি উজ্জ্বল করতে, ২০১৯ এর লোকসভা নির্বাচনেও ফায়দা তুলতে কাজে লাগাতে চায় বলে দাবি করেন রবিশঙ্কর।
এদিন পাল্টা দেন কংগ্রেসের কমিউনিকেশনস ইনচার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেন, কংগ্রেস বা তার সভাপতি রাহুল গান্ধী, কেউই কখনও লন্ডনের ওই সংস্থাকে নিয়োগ করেনি, তাদের পরিষেবা নেয়নি। বরং বিজেপিই গুজরাট, বিহার ভোটে ওই কোম্পানিকে কাজে লাগিয়েছিল।
রবিশঙ্করের এদিনের অভিযোগ দেশের নজর অন্য ইস্যুগুলি থেকে ঘুরিয়ে দেওয়ার আরও এক কৌশল বলে মন্তব্য করেন সুরজেওয়ালা।
Be the first to comment