লোকসভার পর এবার রাজ্যসভায় পাশ হল গ্রাচুইটি আইন সংশোধনী বিল। উল্লেখ্য, এই বিলে মাতৃত্বকালীন ছুটি এবং গ্রাচুইটির পরিমানে পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার বিল পাশ হওয়ায় এবার থেরে গ্রাচুইটির উধ্বর্সীমা ১০ লক্ষ থেকে ২০ লক্ষ হতে চলেছে। কোনও সংস্থায় ৫ বছর বা তার বেশি সময় চাকরি করলে চাকরি ছাড়ার সময় ১০ লক্ষ টাকা করমুক্ত গ্রাচুইটি পান। এবার সেটি ২০ লক্ষ টাকা হতে চলেছে৷
প্রসঙ্গত, এই বিল পাশ হওয়ায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত গ্রাচুইটির ক্ষেত্রে আর কোনও কর দিতে হবে না। শীতকালীন অধিবেশনে গত মাসে লোকসভায় বিলটি পেশ করা হয়। সংশোধিত বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার। এই সুবিধা পেতে হলে পাঁচ বছরের বেশি একটি সংস্থায় কাজ করতে হবে যেখানে ১০ জন বা তার বেশি লোক কাজ করেন। পাশাপাশি মহিলা কর্মীরা ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিলেও তা কাজের মেয়াদ থেকে বাদ যাবে না।
Be the first to comment