আর্থিক তছরুপের মামলায় অবশেষে জামিন পেলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। এদিন জামিন পেয়েছেন তাঁর স্ত্রী ও সহ মোট ৫ জন। বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারক অরবিন্দ কুমার এই রায় দেন। এই মামলায় জামিন পেয়েছেন অ্যাপেল অ্যাসোসিয়েট ওনার চুন্নীলাল চৌহান ও বাকি দুই অভিযুক্ত প্রেম রাজ ও লাওয়ান কুমার রাওচ।
উল্লেখ্য, আদালতে ইডি কাউন্সিল নীতেশ রানা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সহ বাকিদের জামিনের বিরোধিতা করেন। আদালতের কাছে অভিযুক্তদের বিচারবিভাগীয় হেপাজতের আবেদন করেন তিনি। কিন্তু, বিচারক তাঁদের ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেন। ফলে তদন্ত চালাকালীন ইডি তাঁদের গ্রেপ্তার করতে পারবে না। আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, বীরভদ্র সিং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন তাঁর ও পরিবারের নামে প্রায় ৬.৩০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে।
Be the first to comment