ইরাকের মসুলে অপহৃত হওয়া ৩৯ জন ভারতীয়র মৃত্যুর ঘটনায় রাজ্যসভাকে বিপথে চালিত করার অভিযোগে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ অম্বিকা সোনি, প্রতাপ বাজওয়া ও শামসের সিংহ দুলো জানিয়েছেন, সব তথ্য ও নথি জোগাড় করে তাঁরা রাজ্যসভায় বিদেশমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেবেন।
অম্বিকা এদিন বলেন, আমি সুষমা স্বরাজের বিরুদ্ধে রাজ্যসভাকে বিপথে চালিত করার অভিযোগ আনছি। সংসদে সুষমা আশ্বাস দিয়েছিলেন, ওই ব্যক্তিরা বেঁচে আছেন। আমাদের সূত্র ঠিক প্রমাণিত হয়েছে এবং তাঁর গোপন সূত্র ভুল প্রমাণিত হয়েছে। বিদেশমন্ত্রী চার বছর ধরে বিষয়টি ঠান্ডা ঘরে রেখে দিয়েছিলেন এবং সংসদকে ভুল পথে চালিত করছিলেন। এটা তাঁরই দায়।
Be the first to comment