ভারতীয় ক্রিকেট বোর্ড মোহাম্মদ শামির নাম তাদের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করে নিয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে শামির নামে বোর্ড থেকে যে তদন্ত চলছিল তা প্রত্যাহার করা হয়েছে। তাঁকে কেন্দ্রিয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। মোহম্মদ শামির নামে তাঁর স্ত্রী হাসিন জাহান নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ করেন। এছাড়া শামির পরিবার তার উপরে নির্যাতন করতো বলে হাসিনের অভিযোগ ছিল। ভারতীয় ক্রিকেটে বোর্ডের পক্ষ থেকে শামি ক্রিকেটের নিয়ম ভেঙেছেন এই অভিযোগ এনে একটি তদন্ত শুরু হয়। তবে বোর্ডের তদন্ত ছিল শামি দুর্নীতি করেছেন কিনা তা খতিয়ে দেখার জন্য। আর বোর্ডের করা তদন্তে শামি নিদোর্ষ প্রমাণিত হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ধারার পক্ষ থেকে তার নামে নতুন করে কোন পদক্ষেপ নেওয়া হবে না। শামি বোর্ডের সঙ্গে চুক্তি ফিরে পাওয়ায় কেএল রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, দিনেশ কার্তিকদের সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে থাকছেন।
ফাইল ছবি
Be the first to comment