মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আবারও বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, এপ্রিলের প্রথমেই বৃদ্ধি পাবে গ্যাসের দাম৷ দুই বছরে এবারই গ্যাসের দাম সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা।
প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে ব্রিটিশ থার্মাল ইউনিটের। আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করেই প্রতি ছমাসে পরিবর্তিত হয় প্রাকৃতিক গ্যাসের দাম। আমেরিকা, কানাডার গ্যাসের গড় দামের উপর ভিত্তি করেই উঠানামা করে গ্যাসের দাম। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের ও ইউরিয়ার দামও বাড়বে।
উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৬৮৯, কলকাতায় ৭১১, মুম্বইতে ৬৬১ ও চেন্নাইয়ে ৬৯৯.৫০ টাকা৷ অন্যদিকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দিল্লিতে ৪৯৩.০৯ টাকা, কলকাতায় ৪৯৬.০৭ টাকা, মুম্বইয়ে ৪৯০.৮০ টাকাও চেন্নাইয়ে ৪৮১.২১ টাকা৷
Be the first to comment