পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব জেলার ডিএম ও এসপিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ।
এদিন বৈঠকে যা হয়েছে, তা একনজরে দেখে নেবো।
১) পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এদিন ২ দফায় রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক হয়।
২) দুপুর ১২ টায় উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক শুরু হয়। এরপর দুপুর ৩ টেয় দক্ষিনবঙ্গের জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপার দের নিয়ে বৈঠক হয়।
৪) নির্বাচন কমিশন সুত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার আইন শৃঙ্খলার দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৫) কোন ছোট ঘটনা যেন বড় আকার ধারণ না করে, সেদিকে বাড়তি নজর রাখার নির্দেশ কমিশনের।
৫) কমিশনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার নির্দেশ।
৬) স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বাড়তি নজরদারি বাড়ানোর নির্দেশ।
৭) কমিশন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আপনারাও সহযোগিতা করুন, বার্তা রাজ্য কমিশনের।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment