ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে আফগানিস্তান

Spread the love

বৃষ্টির দৌলতে ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে আগেই পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫ রানের জন্য স্কটল্যান্ড আফশোষ করবে, ডি এন্ড এল সিস্টেমে ওয়েস্ট ইন্ডিজ ৫ রানে তাদের হারিয়েছে। গতকাল জিম্বাবোয়ে নিজেদের মাটিতে দুর্বল সংযুক্ত আরব আমিরশাহীর কাছে ৩ রানে হেরে বিশ্বকাপের মূলপর্বে যাওয়া থেকে বঞ্চিত হলো। ১৯৮৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত সবকটা বিশ্বকাপে অংশগ্রহন নেওয়া জিম্বাবোয়ে এই প্রথম বার ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে স্থান পেলো না। এবারের বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। বিশ্বকাপের বাছাই পর্বে শুধু মাত্র একটি ম্যাচ নেপালের বিরুদ্ধে জিতে তারা অতি কষ্টে সুপার সিক্সে পৌঁছায়। সুপার সিক্সে যদিও সবই ম্যাচ জেতে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যচে হারায়। আজ আয়ারল্যান্ডকেও ৫ উইকেটে হারিয়ে দেয়। গতকাল যদি জিম্বাবোয়ে জিতে যেতো, তাহলে আজকের এই ম্যাচটা নিয়মরক্ষার ম্যাচ হয়েই যেতো। কিন্তু ভাগ্য এবং পারফরম্যান্স দুটোই রশিদ খানদের সাথে ছিলো। তাই তারা বিশ্বকাপের মূলপর্বে।
হিসেব মত ইংল্যান্ডে ১০ দলের বিশ্বকাপে এশিয়ারই পাঁচটি দেশ। এশিয়ার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান। এই ১০টি হলো – আয়োজক দেশ ইংল্যান্ড, এশিয়ার ৫টি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। আর আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায় আফগানরা। এই বাছাইপর্বের টুর্নামেন্টের ফাইনালের সঙ্গে ২০১৯’র বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয় তাদের। হারারেতে ম্যাচের শুরুতে আয়ারল্যান্ডকে ২০৯/৭ সংগ্রহে বেঁধে ফেলে আফগানিস্তান। ১০ ওভারের স্পেলে ৪০ রানে তিন উইকেট নেন রশিদ খান। জবাবে ৪ বল হাতে রেখে টার্গেট পার করে আফগানরা। সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। তবে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডের আরো কাছে পৌঁছলেন এ আফগান লেগস্পিনার রশিদ খান। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নেন রশিদ। এতে ক্যারিয়ারে ৪৩ ওয়ানডেতে তার শিকার দাঁড়ালো ৯৯-এ। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডটি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। ক্যারিয়ারে শুরুর ২৬ ম্যাচে ৫৩ উইকেট পান রশিদ। আর শেষ ১৭ ম্যাচে তার শিকার ৪৬ উইকেট। ওয়ানডেতে কমপক্ষে ১০০০ বলের বোলারদের মধ্যে সেরা ১৪.১২ স্ট্রাইক গড় ও ২১.৪ বোলিং গড়ও রশিদ খানের।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*