আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে ধৃত কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করলো দিল্লি হাইকোর্ট। শুক্রবার ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। তবে আদালতের নির্দেশ অনুাযায়ী, এখন দেশের বাইরে যেতে পারবেন না কার্তি চিদম্বরম। সেইসঙ্গে এই মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত বা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, এর আগে ১৫ মার্চ এই মামলায় কার্তি চিদম্বরমকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয় শীর্ষ আদালত। ২৬ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়েছিল ইডি-কে। উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া লিমিটেডের জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত কার্তি চিদম্বরম এবং ওই মিডিয়ার দুই কর্ণধার পিটার ও ইন্দ্রাণী মুখার্জি। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গতবছরের মে মাসে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
Be the first to comment