রাজ্যসভা নির্বাচনেও আশানুরূপ ফল বিজেপির, পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট তৃনমূলের

Spread the love

রাজ্যসভা নির্বাচনে উত্তর প্রদেশের ১০ টি আসনের মধ্যে ৯টিই পেল বিজেপি। মুখে হাসি চওড়া হলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। যদিও ১০ টির মধ্যে ৮ টি আসনে জয় নিশ্চিত ছিল গেরুয়া শিবিরের, কিন্তু শুক্রবার অতিরিক্ত একটি আসনও বসপার থেকে ছিনিয়ে নিল বিজেপি।

জানা গিয়েছে, বসপার প্রার্থী ভিমরাও আম্বেদকর পেয়েছেন ৩২ টি ভোট। তাঁকে হারিয়েছেন বিজেপি প্রার্থী অনীল আগরওয়াল। এই হারের ফলে জোর ধাক্কা খেলেন মায়াবতী। অন্যদিকে, সমাজবাদী পার্টি একটি আসনে জয়লাভ করেছে, ওই আসনে তাঁদের প্রার্থী ছিলেন জয়া বচ্চন। তিনি পেয়েছেন ৩৮টি ভোট। উল্লেখ্য, উত্তরপ্রদেশে রাজ্যসভার ভোটে জিততে দরকার ছিল মোট ৩৭ টি ভোট। কিন্তু অখিলেশ একটি ভোট নষ্ট করেছেন বলে খবর। বাকি ৮ আসনে জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, নরসিমা রাও প্রমুখ।

এখন একনজরে দেখে নেওয়া যাক রাজ্যসভার নির্বাচনের ফলাফল-

মোট আসন সংখ্যা- ৫৯; (বিজেপি-২৮, কংগ্রেস-১০, তৃণমূল কংগ্রেস-৪, বিজেডি-৩, টিআরএস-৩, আরজেডি-২, টিডিপি-২, ওয়াইএসআর কংগ্রেস-১, জেডিইউ-২, অনান্য-৪)

  • অন্ধ্রপ্রদেশ- আসন সংখ্যা (৩/৩); টিডিপি- ২, ওয়াইএসআর কংগ্রেস- ১
  • বিহার- আসন সংখ্যা (৬/৬); বিজেপি- ১, কংগ্রেস- ১, আরজেডি- ২, জেডিইউ- ২
  • ছত্তিশগড়- আসন সংখ্যা (১/১); একটি আসন পেয়েছে বিজেপিই
  • গুজরাট- আসন সংখ্যা (৪/৪); বিজেপি- ২, কংগ্রেস- ২
  • হরিয়ানা- আসন সংখ্যা (১/১); একটি আসন পেয়েছে বিজেপি
  • হিমাচলপ্রদেশ- আসন সংখ্যা (১/১); একটি আসন পেয়েছে বিজেপি
  • ঝাড়খন্ড- আসন সংখ্যা (২/২); বিজেপি- ১, কংগ্রেস- ১
  • কর্ণাটক- আসন সংখ্যা (৪/৪); বিজেপি- ১, কংগ্রেস- ৩
  • কেরালা- আসন সংখ্যা (১/১); অন্যান্যদের দখলে গিয়েছে একটি আসন
  • মধ্যপ্রদেশ- আসন সংখ্যা (৫/৫); বিজেপি- ৪, কংগ্রেস- ১
  • মহারাষ্ট্র- আসন সংখ্যা (৬/৬); বিজেপি- ৩, কংগ্রেস- ১, অনান্য- ২
  • ওড়িশা- আসন সংখ্যা (৩/৩); তিনটি আসনই পেয়েছে বিজেডি
  • রাজস্থান- আসন সংখ্যা (৩/৩); তিনটি পেয়েছে বিজেপি
  • তেলেঙ্গানা- আসন সংখ্যা (৩/৩); তিনটি আসন পেয়েছে টিআরএস
  • উত্তরপ্রদেশ- আসন সংখ্যা (১০/১০); বিজেপি- ৯, অনান্য- ১
  • উত্তরাখন্ড- আসন সংখ্যা (১/১); একটি আসন পেয়েছে বিজেপি
  • পশ্চিমবঙ্গ- আসন সংখ্যা (৫/৫); তৃণমূল কংগ্রেস- ৪, কংগ্রেস- ১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*