ভিয়েতনামে একটি মাল্টিস্টোরিড বিল্ডিং-এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও অনেকে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটির একটি মাল্টিস্টোরিড বিল্ডিং-এ এই ঘটনা ঘটে। কারিনা প্লাজা নামে মাল্টিস্টোরিড বিল্ডিং-এর নিচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে জানিয়ে এক কর্মকর্তা বলেন, বিল্ডিং-এ আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যান। অনেকে বিল্ডিং থেকে লাফ দেন এবং আহত হন। এক সরকারি কর্মকর্তা জানান, ওই বিল্ডিং থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এতে আরও অনেকে দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তে নেমেছেন কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment