শুক্রবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ৬৬ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে একটি উইকেট। শনিবার শুরু হবে তৃতীয় দিনের খেলা। কেপটাউনে বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমে তারা ৩১১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। প্রোটিয়া ওপেনার ডেন এলগার সেঞ্চুরি করেছেন। ইনিংস শেষে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৬৪ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন প্যাট কামিন্স। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার পক্ষে মরনি মরকেল ৪টি, কাগিসো রাবাদা ৩টি ও ভারনন ফিল্যান্ডার ২টি করে উইকেট নেন।
সিরিজের প্রথম ম্যাচে ১১৮ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছিল ছয় উইকেটে। সিরিজে এখন ১-১ সমতায় আছে। আগামী ৩০ মার্চ জোহানেসবার্গে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩১১ (৯৭.৫ ওভার)
(ডেন এলগার ১৪১*, এবি ডি ভিলিয়ার্স ৬৪; প্যাট কামিন্স ৪/৭৮)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৪৫/৯* (৬৭ ওভার)
(ক্যামেরন ব্যানক্রফট ৭৭, ডেভিড ওয়ার্নার ৩০, কাগিসো রাবাদা ৩/৮১, মরনি মরকেল ৪/৮৭)
ফাইল ছবি
Be the first to comment