আজকের দিন

Spread the love

ফারুক শেখ

জন্ম: ২৫ মার্চ, ১৯৪৮ – মৃত্যু: ২৭ ডিসেম্বর, ২০১৩
তিনি ছিলেন ভারতের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক। ১৯৭৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও, ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত টেলিভিশনে কাজ করেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি পুণরায় চলচ্চিত্র জগতে ফিরে এসে মৃত্যু-পূর্ব পর্যন্ত জড়িত ছিলেন। সত্যজিৎ রায়, মুজাফফর আলী, ঋষিকেশ মুখার্জি, কেতন মেহতা’র ন্যায় চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি।

১৯৯২ সালে ‘তুমহারি অমৃতা’ নামের মঞ্চ নাটকে জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি’র সাথে অভিনয় করেন। এছাড়াও ‘জিনা ইসি কা নাম হ্যায়’ নামের টিভি শো’র প্রথম মৌসুমে উপস্থাপনায় ছিলেন ফারুক শেখ। ২০১০ সালে লাহোর নামীয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পর্যায়ে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন। তিনি বহু ছবিতে কাজ করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

অশোক দিন্দা

জন্মঃ ২৫ মার্চ ১৯৮৪
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। তিনি আইপিএলে কলকাতা, পুনে, দিল্লী ও ব্যাঙ্গালোরের হয়েও খেলেছেন। তিনি মূলত ডানহাতি বোলার।

পূর্ব মেদিনীপুরের তমলুকের নয়চনপুরে এক বাঙালী হিন্দু পরিবারে তাঁর জন্ম। ২০০৯ সালে তিনি শ্রীলঙ্কার হয়ে নাগপুরে প্রথম টি-২০ ম্যাচ খেলেন। ২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম তিনি দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*